বিয়ের জন্য দ্বীনদার মেয়ে নির্বাচন,
"ছেলে মেয়ের দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করবে না যতক্ষণ না পর্যন্ত সে মেয়ের সৌন্দর্য সম্পর্কে উত্তম কিছু অবহিত হয়। আহমাদ (রহিমাহুল্লাহ) বলেছেন -
যদি কোন ছেলে কোন মেয়েকে প্রোপোজ করতে চায়,
সে যেন তার সৌন্দর্য সম্পর্কে আগে জিজ্ঞেস করে নেয় এবং যদি তাকে ভাল কিছু জানানো হয়,
তখন সে যেন মেয়ের দ্বীনি অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে।
আর যদি তখন ভাল কিছু বলা হয় - তবে তার উচিত হবে তাকে বিয়ে করা। আর যদি সে দ্বীন সম্পর্কে ভাল কিছু না শোনে,তবে সে তখন তাকে প্রত্যাখ্যান করলে সেটা হবে দ্বীনের কারনে।
ছেলের উচিত নয় যে সে মেয়ের দ্বীনদারিতা সম্পর্কে আগে জিজ্ঞেস করবে। কেননা যদি (দ্বীন সম্পর্কে) ভাল কিছু বলা হয় আর অতঃপর সে তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করে আর ভাল কোন কিছু না শোনে, তবে সে ঐ মেয়েকে প্রত্যাখ্যান করলে তা করবে সৌন্দর্য এর কারনে, দ্বীনের কারনে নয়।"#স্বামী_স্ত্রীর_ভালোবাসা
[ শারহ মুনতাহা আল ইরাদাত ২/৬২১ ]
No comments