Header Ads

Header ADS

আখেরুজ্জামান


 

ইসলামপন্থী দল ও স্থানীয় মুসলমানদের ক্ষেত্রে আমাদের উসুল হলো-

ইসলাম পন্থী দলগুলো যতটুকু সাহায্য সহযোগীতা করবে আমরা তা খুশি মনে কৃতজ্ঞতার সাথে গ্রহন করবো।
.
- তাদেরকে দরদের সাথে দাওয়াত, ইসলাহ, উৎসাহ প্রদান ও দিকনির্দেশনা দিবো।

(তাদেরকে সমালোচনার প্রধান লক্ষ্য বস্তু বানাবো না এবং তাদেরকে নিজেদের শত্রু গন্য করবো না)
.
- দলিল প্রমানের মাধ্যমে তাদের অসাড় চিন্তার খন্ডন করবো। (অবশ্যই শব্দ চয়নে বিনয়ী হতে হবে)
.
- যারা জবান ও কলমের মাধ্যমে মুর্খতা প্রকাশ করবে তাদেরকে এড়িয়ে যাবো।

(অর্থাৎ মুর্খ ব্যক্তিদের কমেন্টে গিয়া তর্ক বিতর্ক করবো না, গালিগালাজ করবো না। তাদেরকে মুর্খতার কোনো প্রতিক্রিয়া দেখাবো না। তাদেরকে না দেখার ভান করে চলবো।
.
মুহতারাম উস্তাদ উ সা মা মাহমুদ হাফি. এ ব্যাপারে বলেন :


''(খুযিল আফওয়া) অর্থাৎ যতটুকু সাহায্য ও কল্যাণকামিতা তারা আপনার সাথে করতে পারে কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করুন।

(ওঅমুর বিল উরফ) অর্থাৎ দরদের সাথে দাওয়াত, ইসলাহ, উৎসাহদান ও দিকনির্দেশনার কাজ চালু রাখুন। দলিল প্রমাণের মাধ্যমে তাদের বুদ্ধিকে কাবু করুন।

তাদের মধ্য থেকে যারা (জবান ও কলম দ্বারা ) মূর্খতা প্রকাশ করে তাদেরকে এড়িয়ে যান। আপনার জ্ঞান, বুদ্ধি, অস্ত্র যেন কুফুরী শাসনব্যবস্থা নির্মূল করায় ব্যয় হয়। অন্য কাজে যেন সময় নষ্ট না হয়"


.উস্তাদের কথার শেষ অংশ খুবই গুরুত্বপূর্ণ।

আর তা হলো- আমাদের প্রধান শত্রু কুফুরি শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাকারী সেক্যুলার ও তার রক্ষণাবেক্ষণকারীরা।

আমাদের বুদ্ধি - জ্ঞান - অস্ত্র এসব যেনো আমরা প্রধান শত্রুর বিরুদ্ধেই ব্যবহার করি।
.

অথচ ফেসবুকে অধিকাংশ জি হা দপন্থীরা এই উসুল মানেন না। তাদের প্রধান আলোচ্য বিষয় থাকে ইসলামপন্থীদের ভুল ত্রুটি।

আর অধিকাংশ সময় ব্যয় করে মুর্খদের জবাব দেয়ার পিছনে।
.
দলিল ও প্রমান ভিক্তিক লেখা কমই হয়। আর সেক্যুলারদের বিরুদ্ধে কাজ সম্পুর্নই বন্ধ থাকে।
..
আর ইসলামপন্থীদের সমালোচনা ও মুর্খদের জবাব দেয়ার ফলে যে ক্ষতিটা হয় তা হলো-

অধিকাংশ ইসলামপন্থী জনতা শত্রুতে পরিনত হয় এবং তারা সেক্যুলারদেরকে সাহায্য করে।

আমাদের জন্য তখন টিকে থাকাই মুশকিল হয়ে যায়। আমরা বিচ্ছিন্ন হয়ে পরি।
.
গেরিলা যোদ্ধাদের জন্য এধরনের কাজ হলো আত্মহত্যা করার মত।

অথচ এই কাজটা করেই অধিকাংশ তানজিম বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে।

✍️ এক মুওয়াহিদ

No comments

Powered by Blogger.